খুলনায় ২৮১ লিটার চোলাই মদসহ চারজন গ্রেফতার  

প্রকাশঃ ২০১৮-০১-১৬ - ১৯:৩৬

খুলনা : খুলনা নগরীর খুলনা থানাধীন ষ্টেশন রোড (বার্মাশেল) থেকে ২৮১ লিটার চোলাই মদসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গত সোমবার রাতে র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন রেলওয়ে সুইপার কলোনী কোয়াটার’র সুকুমার চৌধুরীর ছেলে তপন (৩০), ১৫২, বিকে রায় রোডের নূর মোহাম্মদ’র ছেলে মোঃ সুমন (৩৩), খালিশপুরের কহিনুর মোড় ১নং বিহারী ক্যাম্প’র মৃত মোস্তাক’র ছেলে ইরফান হোসেন (৩২) ও একই এলাকার মৃত আব্দুর রাজ্জাক’র ছেলে মোঃ রাজু (৪৯)।মঙ্গলবার র‌্যাবের সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছে।

র‌্যাব সূত্র জানায়, সিপিসি স্পেশাল কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরের খুলনা থানাধীন ষ্টেশন রোড (বার্মাশেল), রেলওয়ে সুইপার কলোনী শ্রী শ্রী কালিবাড়ী, কালিমন্দিরের পার্শ্বে অভিযান চালায়। উক্ত স্থানে অভিযান পরিচালনাকাল আসামীদের কাছ থেকে ২৮১ লিটার চোলাই মদ জব্দ করা হয়। এসময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে আরও ৫ জন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। পলাতক মাদক ব্যবসায়ীরা হলো, সোনাডাঙ্গা থানাধীন গল্লামারী আলকাতরা মিল এলাকার রাজ কুমার’র ছেলে রাজিব (৩৫), সদর থানাধীন রেলওয়ে সুইপার কলোনীর দীপচরণ (৫৫), কালাশিবু (৪৫), বাবুলের ছেলে বাবু (৪০) ও খোকনের স্ত্রী লিলি (৫০)।

তিনি আরও জানান, বর্ণিত আসামীগণ দীর্ঘদিন ধরে খুলনা জেলায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। তারা এলাকায় মাদক ব্যবসার সক্রিয় সদস্য বলিয়া এলাকায় জনশ্রুতি আছে। আসামীর বিরুদ্ধে খুলনা মহানগরের খুলনা সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।