খুলনা অফিস : খুলনা জেলা রেড ক্রিসেন্টের পক্ষ থেকে প্রেসক্লাবকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। আজ রবিবার দুপুরে প্রেসক্লাব চত্তরে ১টি জীবানু নাশক স্রে ম্যাশিন, ২০টি সাবান ও ২০টি হ্যান্ড স্যানিটাইজার প্রদান করেন খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিট ও খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ।
এ সময়ে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী ও খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন, যুগ্ম-সম্পাদক এস এম কামাল হোসেন, কোষাধ্যক্ষ সোহেল মাহমুদ, সহকারী সম্পাদক বিমল সাহা, নির্বাহী সদস্য মো. রাশিদুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম ও মো. আনিস উদ্দিন, ক্লাব সদস্য আলমগীর হান্নান, রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট লেবেল কর্মকর্তা মো. মঈনুল ইসলাম প্রমুখ।
খুলনা জেলা পরিষদের চেয়ারম্যন শেখ হারুনুর রশীদ ব্যক্তিগতভাবে এ সময়ে খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের জন্য ২০টি পার্সোনাল প্রোটেক্টিভ ইক্্ুযইপমেন্ট (পিপিই) প্রদান করেন।