গাইবান্ধায় হোম কোয়ারেন্টাইনে ১৬৭ বাড়ি ফিরে গেছে ৩ জন

প্রকাশঃ ২০২০-০৪-০৮ - ২০:২৪

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় ৮ এপ্রিল বুধবার নতুন করে করোনা ভাইরাস সন্দেহে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে গত ২৪ ঘন্টায় ১৬৭ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পর তাদের করোনা ভাইরাস সংক্রমনের কোন প্রমাণ না পাওয়ায় ৩ জনকে ছেড়ে দেয়া হয়েছে। অপরদিকে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে আরও নতুন ১২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তদুপরি এ জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত ৫ জনের মধ্যে গাইবান্ধা জেলা সদর হাসপাতালের আইসোলেসনে ৩ জন এবং সুন্দরগঞ্জ ও সাদুল্যাপুরের হবিবুল্যাহপুর গ্রামের হোম কোয়ারেন্টাইনে ২ জনকে রাখা হয়েছে বলে সিভিল সার্জন সুত্রে জানা গেছে। এদিকে জেলা জুড়ে বিকাল ৫ টার পর সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন সহ থানা পুলিশের সদস্যরাসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা। জেলা প্রশাসন ও সেনাবাহিনীর পাশাপাশি জেলা পুলিশের পক্ষ হতে পৃথক পৃথক ভাবে জেলা জুড়ে কঠোর অবস্থান গ্রহন করা হয়েছে। ছবিটি আজ বিকালে পলাশবাড়ীতে থানা পুলিশের পক্ষ হতে প্রতিদিনের মহড়ায় একটি দৃশ্য।