মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে গায়ে কেরোসিন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন জেয়াসমিন আক্তার নামে এক গৃহবধূ।
শুক্রবার দুপুরে শ্রীনগর উপজেলার সেলামতি গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর পরিবারের সদস্যদের অভিযোগ বিয়ের পর থেকেই নানা অজুহাতে জেয়াসমিনের ওপর নির্যাতন চালিয়ে আসছে সিরাজুল ইসলাম।
আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে। তার শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে বলে দাবি পরিবারের।