গিয়াস উদ্দিন আল মামুনের ৭ বছর কারাদণ্ড

প্রকাশঃ ২০১৯-০৪-২৪ - ১৭:৫৩

ঢাকা অফিস : অর্থপাচারের অভিযোগে দুদকের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবসায়িক সহযোগী গিয়াসউদ্দিন আল মামুনকে ৭ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার দুপুরে, ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু সৈয়দ দিলজার হোসেন এ রায় ঘোষণা করেন।

রায়ে তাকে ১২ কোটি টাকার অর্থদণ্ড দেয়া হয়। সেই সাথে বিদেশে পাচার করা টাকা বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়ারও নির্দেশ দেন বিচারক। রায় ঘোষণার সময় মামুনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

বিটিএল ও গ্লোব ফার্মাসিউটিক্যালের চেয়ারম্যান এম শাহজাদ আলী রেলওয়ের সিগন্যাল সিস্টেম আধুনিকায়নের টেন্ডার পান। কিন্তু কার্যাদেশ চূড়ান্ত করার সময় মামুন তার কাছে অবৈধ কমিশন দাবি করেন।

এ বাবদ তাকে ছয় কোটি এক লাখ ৫৭ হাজার ৭৬২ টাকা দেয়া হয়। পরবর্তীতে তা বাংলাদেশ থেকে লন্ডনের ন্যাটওয়েস্ট ব্যাংকে পাচার করেন তিনি। ওই ঘটনায় ২০১১ সালের ২২ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন-দুদক।