গোপালগঞ্জ ও নড়াইলের ২ গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ : আহত ১০

প্রকাশঃ ২০১৭-১০-১২ - ০১:৫৭

নড়াইল : গোপালগঞ্জ ও নড়াইল জেলার দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার পোদ্দারের চর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, গোপালগঞ্জ সদর উপজেলার পোদ্দারের চর গ্রামের কাবুল সিকদারের (১৪) সঙ্গে নড়াইলের কালিয়া উপজেলার চর সিংগাতি গ্রামের আলামিন শেখের মোবাইল ফোন নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলার জাকারিয়া শেখ (৬০) নামের এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। প্রথমে তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।