গোলাপগঞ্জে দু’পরে সংঘর্ষে আহত ১০

প্রকাশঃ ২০১৭-১০-১২ - ০১:১৪

গোলাপগঞ্জ(সিলেট) প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে পারিবারিক কলহের জের ধরে দু’পরে মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও রক্তয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পরে ১০ জন আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার চৌঘরী গ্রামে এ সংঘর্ষ ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নে চৌঘরী গ্রামের দু’শিশুর মধ্যে ঝগড়া হয় সম্প্রতি। এর জের ধরে বুধবার  দুপুর আনুমানিক ২টার দিকে চৌঘরী বাজারে এক পরে রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক লায়েছুর রহমান ও অন্য পরে কুটু মিয়া ড্রাইভারের পুত্র হাছান মিয়া (৫৫) এর মধ্যে কথাকাটাকাটি হয়।

এক পর্যায়ে হাছান মিয়াকে লায়েছুর রহমান  ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। তাৎণিক এই খবর শুনে উভয় পরে লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে এক পরে চৌঘরী গ্রামের মৃত কুটু মিয়া ড্রাইভারের পুত্র হাছান মিয়া (৫৫) ,মন্নান মিয়া (৪০),  আলম মিয়া, তাহেদ আহমদ, মাহবুব আহমদ ।

অপর পরে রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক লায়েছুর রহমান মাস্টার, হাফিজ জুবের আহমদ, রিফাত আহমদ আহত হন। আহতদের উপজেলার স্থানীয় স্বাস্থ্যকম্পেক্সে ভরর্তী করা হয়েছে। এদের মধ্যে হাছান মিয়া (৫৫) আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন বলে জানা গেছে।

 

এ ব্যাপারে মডেল থানার ওসি (তদন্ত)মীর মোহাম্মদ আবু নাসের ঘটনার সততা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উভয় প শান্ত রয়েছে।এ ঘটনায় কোন মামলা হয়নি বলেও জানান  তিনি।