ঘোড়াঘাটে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

প্রকাশঃ ২০২০-০৬-১৪ - ১২:৫৫
হিলি প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে নমুনা দেওয়ার একদিন পর করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।
আজ রবিবার ভোরে উপজেলার বুলাকিপুর ইউনিয়নের বিন্যাগাড়ি গ্রামে তার নিজ বাড়িতে মৃত্যু হয়েছে। ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.নুর নেওয়াজ আহম্মেদ জানান,দীর্ঘ দিন থেকে মোস্তাফিজুর রহমান শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন এছাড়াও তার মাঝে করোনা ভাইরাসের উপসর্গ ছিলো। তিনি গতকাল শনিবার করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন এবং আজ ভোরে নিজ বাড়িতে তার মৃত্যু হয়েছে।
তিনি আরো জানান,স্বাস্থ্যবিধি মেনে তার দাফন-কাফন করা হবে।
মোস্তাফিজুর রহমান (৭২) উপজেলার বিন্যাগাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক।