চট্টগ্রাম ডিএনসি’র অভিযানে মাদকসহ আটক ১৪

প্রকাশঃ ২০২০-০৩-১২ - ২০:৫৪

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মেট্রো: উপঅঞ্চল সার্কেলের মাদক বিরোধী অভিযানে ১২০ ১২০ পিস ইয়াবা ও আড়াই কেজি গাঁজাসহ ১৪ জন গ্রেফতার করেছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) মহানগরীতে বিভিন্ন স্থানে অভিযানে চালিয়ে তাদেরকে আটক করেন। তাদেরকে বিভিন্ন মেয়াদে ভ্রাম্যামান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড প্রদান করা হয়। চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মেট্রো: উপঅঞ্চল সার্কেলের সূত্র মতে, চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ এর নেতৃত্বে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো: উপ-অঞ্চলের উপপরিচালক মো. রাশেদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে মেট্রো: উপঅঞ্চলের সার্কেলসমূহের সম্মিলিত অংশগ্রহণে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৩ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে ১০(দশ) পিস ইয়াবা ও ২.৫ কেজি(আড়াই কেজি) গাঁজাসহ আটক করা হয়। আটকৃতদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড প্রদান করা হয়। এদিকে বুধবার রাতে ডবলমুরিং সার্কেলের পরিদর্শক মো: নজরুল ইসলাম এর নেতৃত্বে চট্টগ্রাম জেলার আকবরশাহ থানাধীন বিশ্বকলোনী এলাকা থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী নজরুলকে ১১০(একশত দশ) পিস ইয়াবাসহ গ্রেফতার করে সংশ্লিষ্ট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।