নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর মেট্রো: উপঅঞ্চল সার্কেলের পৃথক অভিযানে ৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। আটককৃতরা হচ্ছে মাদক ব্যবসায়ী বোয়াইজা চাকমা(৪৫) এবং সুজন চাকমা(২৫)। তাদের কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ৬ মার্চ (শুক্রবার) নগরীতে দিনব্যাপী অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর মেট্রো: উপঅঞ্চল সূত্র মতে, সংস্থার উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে কোতোয়ালী সার্কেলের সহকারী উপ-পরিদর্শক মো. লুৎফর রহমান এর নেতৃত্বে শুক্রবার সকালে চট্টগ্রাম জেলার বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু সংযোগ এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ওই এলাকার বাসিন্দা মাদক ব্যবসায়ী বোয়াইজা চাকমাকে ৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। একই সহকারী উপ-পরিদর্শক এর নেতৃত্বে পৃথক এক অভিযানে চট্টগ্রাম জেলার কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গি বাজার মোড় এলাকা থেকে মাদক ব্যবসায়ী সুজন চাকমাকে ৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত দুজনই হোয়াইক্যা, টেকনাফ, কক্সবাজারের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা অপরাধ স্বীকার করে তারা জানায়, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে ইয়াবা ট্যাবলেট ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক সংশ্লিষ্ট থানায় দুইটি নিয়মিত মামলা দায়ের করা হয়।