ঢাকা অফিস : সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর দ্রুত বাস্তবায়নের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করছে সাধারণ ছাত্র পরিষদ।
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। গত ২৫ এপ্রিল জাতীয় সংসদে এ বিষয়ে একটি প্রস্তাব উত্থাপন হলেও কণ্ঠভোটে তা প্রত্যাখ্যান হয়। সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর অবস্থানের নিন্দা জানান বিক্ষোভকারীরা। জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সুপারিশ ও সরকারের ইশতেহারে অঙ্গীকার থাকলেও তা বাস্তবায়নে গড়িমসি করায় ক্ষোভ জানান আন্দোলনকারীরা।