তাপস কুমার বিশ্বাস, ফুলতলা অফিসঃ সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, জনগনের স্বাস্থ্য সেবার জন্য সরকার স্বাস্থ্য খাতে ব্যাপক বরাদ্দ বাড়িয়েছে। মেডিকেল কলেজ সমূহেও প্রায় বিনা খরচে চিকিৎসক তৈরী করা হচ্ছে। চিকিৎসকদের ব্যবসায়িক মনোভাব পরিহার করে জনগনের স্বাস্থ্য সেবায় মনোযোগ দিতে হবে। সরকার জনগনের মৌলিক চাহিদা পূরণে স্বাস্থ্য সেবায় ব্যাপক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
শনিবার সকাল ১০টায় ফুলতলা উপেজলা স্বাস্থ্য কমপ্লেক্সে অডিটোরিয়াম অনুষ্ঠিত উপজেলা স্বাস্থ্য কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শেখ কামাল হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, উপজেলা নির্বাহী অফিসার পারভীন সুলতানা, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, ওসি মোঃ মনিরুল ইসলাম। আরএমও ডাঃ মিজানুর রহমানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামালীগ নেতা মোঃ আসলাম খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পি, ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, মৃণাল হাজরা, আবু তাহের রিপন, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মাদ শিপলু ভ্ূঁইয়া, রবিন বসু প্রমুখ। এদিকে হাসপাতাল পরিচালনা কমিটির মিটিং চলাকালে আরএমও ডাঃ মিজানুর রহমানের বদলীর আদেশ স্থগিত’র দাবিতে স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে উপজেলাবাসির ব্যানারে হাসপাতালের স্টাফ ও এলাকাবাসি ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে এমপি নারায়ণ চন্দ্র চন্দের নিদের্শনায় হাসপাতালে বিরাজমান সমস্যা চিহ্নিত করণ ও নিরসনকল্পে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।