চিরিরবন্দরে ১৩ জুয়ারীর জরিমানা

প্রকাশঃ ২০১৭-১২-০৮ - ১৩:২৪

চিরিরবন্দর(দিনাজপুর) : দিনাজপুর চিরিরবন্দরে জুয়া খেলার অপরাধে ১৩ জনের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার সকালে চিরিরবন্দর নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: গোলাম রব্বানী এ আদালত পরিচালনা করেন।
জানাগেছে, গত বৃহস্পতিবার রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চিরিরবন্দর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার নশরতপুর বলাই বাজার ও ভূষির বন্দর বাজার থেকে জুয়া খেলার অপরাধে আটক করে উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম রব্বানী এর নিকট হাজির করলে এ দন্ডাদেশ দেয়া হয়।
চিরিরবন্দর থানার ওসি মো: হারেসুল ইসলাম জানান, জুয়া খেলার অপরাধে উপজেলার দক্ষিন নশরতপুর গ্রামের আলআমিন (৩৫)একই গ্রামের রতন চন্দ্র রায়(৪০) সবুজ অধিকারী (২৫) যশরত চন্দ্র রায়(৩০) নরেশ চন্দ্র রায়(৪৫) দীনেশ চন্দ্র রায় (৩২) ও দিনাজপুর কোতয়ালী থানার সুন্দরবন গ্রামের সাদেকুল ইসলাম (২৮) একই গ্রামের দাসপাড়ার গোবিন্দ দাস ( ২৮) কাজল দাস (২৮) অরবিন্দু রায় (২৫) সনাতন দাস (২৮) রওমর ফারুক (৩৪) ভোলানাথ রায় (৩৫)সহ এদের প্রত্যেককে নগদ ২ হাজার টাকা কারে জরিমানা করা হয়।