ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নিহতরা ছিলো নিরপরাধ

প্রকাশঃ ২০১৯-০৭-২৪ - ১২:০৪

ঢাকা অফিস : গুজব ছড়িয়ে এ পর্যন্ত ৮ জনকে পিটিয়ে হত্যা করেছে একটি স্বার্থান্বেষী মহল। নিহত একজনও ছেলেধরার সঙ্গে জড়িত ছিলো না, তারা ছিলো নিরপরাধ। আজ বুধবার পুলিশ সদর দপ্তরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান পুলিশ মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী।

তিনি আরও জানান, এ ধরনের গণপিটুনি ঠেকাতে মাঠ পর্যায়ের সব ইউনিটকে নির্দেশনা দেয়া হয়েছে। গুজব ছড়ানোর দায়ে বেশকিছু ফেসবুক পেইজ, ইউটিউব চ্যানেল বন্ধ করা হয়েছে। গুজব ছড়ানোর অভিযোগে ১০টি অনলাইন পোর্টালও বন্ধ করে দেয়া হয়েছে।

তিনি জানান, শুক্রবার জুমার নামাজে খুৎবার সময় ইমামের মাধ্যমে গুজববিরোধী বক্তব্য প্রচারের উদ্যোগ নেয়া হয়েছে।

পুলিশ মহাপরিদর্শক জানান, সারাদেশে এ পর্যন্ত ৩১ মামলা হয়েছে এবং ১০৩ জন্যকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোনো ঘটনাতেই ছেলেধরার অস্তিত্ব মেলেনি।
এমন অবস্থায় বৃহস্পতিবার থেকে সচেতনতা সপ্তাহ পালন করবে পুলিশ।

কোনো সন্দেহ হলে ৯৯৯ এ কল করে জানানোর আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক, একইসঙ্গে স্বল্প সময়ে পুলিশ সেখানে পৌঁছে যাবে বলেও জানান তিনি।