ঝিনাইদহ : ঝিনাইদহ শহরের বাসটার্মিনাল এলাকা থেকে ৫’শ বোতল ফেন্সিডিলসহ মিলন হোসেন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার গভীর রাতে তাকে আটক করা হয়। মিলন হোসেন মহেশপুর উপজেলার পারগোপালপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে। ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি দাউদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে শহরের বাসটার্মিনাল এলাকা দিয়ে মাদক ব্যবসায়ীরা ফেন্সিডিল পাচার করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিলন হোসেনকে আটক করা হয় এবং উদ্ধার করা হয় ৫’শ বোতল ফেন্সিডিল। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়েছে। এদিকে পুলিশের বিশেষ অভিযানে জেলার বিভিন্ন উপজেলা থেকে ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে সদর থানায় ২০ জন, শৈলকুপা থেকে ২১ জন, হরিণাকুন্ডু থেকে ৪ জন, কালীগঞ্জ থেকে ১ জন, কোটচাঁদপুর থেকে ১ জন ও মহেশপুরে ১২ জন।
 
					 
                             
                             
                             
                             
                            