নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে একটি মিনি ট্রাক তল্লাশী করে ১৩হাজার ৬৫০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে চট্ট্রগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। শনিবার সকালে কোতোয়ালি থানাধীন ফিরিঙ্গী বাজার এলাকা অভিযান চালায়। এ সময় ট্রাক চালক রফিকুল আলম ও হেলপার খোরশেদ আলমকে আটক করা হয়।
ডিএনসি অফিস সূত্র জানায়, চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ অঞ্চলের উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামানের তত্ত্ববধানে পরিদর্শক মোজাম্মেল হকের নেতৃত্বে শনিবার সকালে নগরীর কোতোয়ালি থানাধীন ফিরিঙ্গী বাজার এলাকা অভিযান চালিয়ে একটি মিনিট্রাক তল্লাশী করে ১৩হাজার ৬৫০ পিস ইয়াবাসহ একটি মিনিট্রাক জব্দ করে। এসময় চালক রফিকুল আলম ও সহকারী খোরশেদ আলমকে আটক করা হয়। উভয়ে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের বাসিন্দা।
এঘটনায় ডিএনসি পরিদর্শক মোজাম্মেল হক বাদী হয়ে আটক ব্যক্তিদের কোতোয়ালি থানায় হস্তান্তর করে একটি নিয়মিত মামলা দায়ের করেন।