জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও সদর উপজেলার দাখিল, আলিম, ফাযিল ও কামিল মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি ও অধ্যক্ষ/সুপারদের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ঠাকুরগাঁও শিল্পকলা একাডেমির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা শিক্ষা অফিসার শাহীন আখতারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার ফারহাত আহমেদ, উপজেলা আ:লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক নজরুল ইসলাম স্বপন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোশাররফ হোসেন প্রমূখ।