ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : খুলনা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। গতকাল সোমবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাক্ষাতকালে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামাল, সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অজয় সরকার, জেলা আওয়ামী লীগ নেতা ও ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমদে, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ার্দ্দার, সহসভাপতি সরদার আবু সাইদ, শেখ হেফজুর রহমান, শেখ নাজিবুর রহমান, গোপাল চন্দ্র দে, সরদার আব্দুল গণি, আবু বক্কার খান, মোল্ল্যা সোহেল রানা, এসএম জাহাঙ্গীর আলম, সুরঞ্জিত কুমার বৈদ্য, শোভা রানী হালদার, শীলা রানী মন্ডল, মাসুদ রানা নান্টু, শেখ ইকবাল হোসেন, কাজী মেহেদী হাসান রাজা, ছাত্রলীগের আবুল বাশার খান, শেখ মাসুদ রানা ও রবিউল ইসলাম প্রমুখ। জানা যায়, কেন্দ্রীয় এই নেতা রাজনৈতিক কর্মসুচীর অংশ হিসেবে খুলনা থেকে সাতক্ষীরায় যাওয়ার পথে ডুমুরিয়ায় সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। মতবিনিময় চলাকালে দলীয় কার্যালয়ের সামনে বহরের গাড়ী নিয়ে সাতক্ষীরার জেলা নেতার সাথে খুলনার এক নেতার বাক-বিতান্ডা হয় এবং উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।