ডুমুরিয়ায় আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

প্রকাশঃ ২০২০-১২-০৬ - ১৮:২১

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ নাজিবুর রহমান। এ সময় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ার্দ্দার, সরদার আবু সাইদ, গোপাল চন্দ্র দে, কাজী আলমগীর হোসেন, আবু বক্কার খান, সরদার আব্দুল গণি, মোল্যা সোহেল রানা, শোভা রানী হালদার, কেএম হজরত আলী, এস এম জাহাঙ্গীর আলম, হিমাংশু বিশ্বাস, সুরঞ্জিত কুমার বৈদ্য, আছফর হোসেন জোয়ার্দ্দার, অধ্যাপক খান আমিনুর রহমান, শীলা রানী মন্ডল, অরিন্দম মল্লিক, আব্দুস ছালাম মাঝি, জামিল আক্তার লেলিন, শেখ ইকবাল হোসেন, কাজী মেহেদী হাসান রাজা, আছাদুজ্জামান মিন্টু, কামরুল ইসলাম, সুমন সরদার, এরশাদ মোল্ল্যা, খান আবুল বাশার, শেখ মাসুদ রানা প্রমুখ। প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। তবে মিছিলে সামনের সারিতে অবস্থান নিয়ে সুরঞ্জিত কুমার বৈদ্য ও সরদার আব্দুল গণি’র মধ্যে ধাক্কাধাক্কি হলে সুরঞ্জিত সমার্থক শেখ কামরুজ্জামান টিপু সরদার গণি’কে আঘাত করে। পরে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে নেতৃবৃন্দরা পরিস্থিতি শান্ত করে। এদিকে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে উপজেলার চুকনগর, সাহস, শাহপুর, মাগুরখালিসহ অন্যান্য স্থানে মিছিল ও সমাবেশ হয়।