ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ২৫গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে যার নং-২৭।
পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার শোভনা পশ্চিমপাড়ায় রেজাউল ডাক্তারের বাড়ির পাশে একই এলাকার মৃত আবু তালেব সরদারের ছেলে হজরত আলী সরদার (৪০) ও খর্ণিয়া গ্রামের আছাদুল সরদারের ছেলে সোহাগ সরদার (২২) ঘুরাঘুরি করছে। এ সময় পুলিশের একটি টীম যাওয়ার সময় তাদের গতিবিধি সন্দেহ হলে দেহ তল্লাশি করে। তখন দু’জনের নিকট থেকে ২৫গ্রাম গাজা উদ্ধার হয়। এ ঘটনায় ডুমুরিয়া থানার এসআই রজত কুমার বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার পর আদালতের মাধ্যমে জেলহাজতে পেরণ করা হয়েছে।