সুজিত মল্লিক, ডুমুরিয়া : ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে শুরু হয়েছে মাদক ও জুয়া’র বিরুদ্ধে বিশেষ অভিযান। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পারিচালিত এ অভিযানে ফেন্সিডিল ও গাজাসহ মোট আটক হয়েছে ৮জন এবং মামলা রুজু হয়েছে ৪টি।
ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলা জুড়ে চলছে মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর অভিযান। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে চলমান এ অভিযানে আজ শনিবার দুপুরবেলা পর্যন্ত এক রির্পোটে জানানো যাচ্ছে যে, উপজেলার রুদাঘরা খরশন্ডা এলাকা থেকে ১৬০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এরা হল রোস্তমপুরের মোসলেম মোড়লের ছেলে আব্দুর রশিদ মোড়ল (৪০) ও কেশবপুর উপজেলার বাওশালা এলাকার আব্দুর রাজ্জাক ওরফে টাওয়ার রাজ্জাক (৪৬)। এদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে যার নং-২৮। অপর এক অভিযানে উপজেলার শোভনা এলাকা থেকে জুয়া খেলার অভিযোগে ৪জনকে আটক করা হয়েছে। এরা হল জিয়ারুল ইসলাম সরদার (৩৫), টিপু খান (২৮), মিজানুর রহমান মোল্যা (৩২), দীন মোহাম্মদ খান দিনু (৪৫)। এদের বিরুদ্ধে জুয়া আইনে থানায় মামলা দায়ের হয়েছে যার নং-২৯। অপর অভিযানে উপজেলা সদরের সাজিয়াড়া এলাকা থেকে ২৫গ্রাম গাজাসহ গোলাম মোস্তফা (৪০) নামের এক গাজা সেবনকারিকে আটক করা হয়। তার বিরুদ্ধেও মাদক আইনে মামলা হরা হয়েছে যার নং-৩০। সর্বশেষ শুক্রবার রাতে উপজেলার আন্দুলিয়া এলাকা থেকে ২৫গ্রাম গাজাসহ হাসান আজাদ গাজী (৫০) নামের এক গাজা সেবনকারি আটক হয়। তার মামলা নং-৩১।
তিনি আরও বলেন, শনিবার দুপুরবেলা পর্যন্ত এ রির্পোট দেওয়া হল। তবে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। বিট পুলিশসহ অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসাররা সার্বক্ষনিক ভাবে রয়েছেন মাঠে। তবে ইতোমধ্যে অনেক মাদক ও জুয়াড়ী ভালো হয়ে সুস্থ্য জীবন যাপন করছে। তারপরও তাদেরকে থানায় বা বিট পুলিশের নিকট হাজিরার ব্যবস্থা করা হয়েছে। তবে অভিযানে অনেক মুখোশ পরিহিত ভালো মানুষের নাম শোনা যাচ্ছে। কারণ গাজাসহ আটক ব্যক্তি কোথা থেকে গাজা কিনলো এবং সে কাদেরকে নিয়ে একসাথে খাচ্ছে। এ নিয়েও করা হচ্ছে ব্যাপক জিজ্ঞাসাবাদ। ফলে অনেক মুখোশ পরিহিত ভালো মানুষের নাম পাওয়া যাচ্ছে। এগুলো আমরা ফলো করছি। এখন সময়ের অপেক্ষা। সঠিক প্রমাণ পেলে তাদেরকেও ধরা হবে। কাউকে রেহাই দেওয়া হবে না।