ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ার পল্লীতে রাবেয়া বেগম(৭০) নামের এক বৃদ্ধা গলায় ফাঁস দিয়ে মারা গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার উপজেলার বানিয়াখালি গ্রাম থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, উপজেলার শরাফপুর ইউনিয়নের বানিয়াখালি গ্রামের শহর আলীর স্ত্রী রাবেয়া বেগম গলায় ফাঁস দিয়ে মারা গেছে। সে দীর্ঘদিন ধরে রোগ যন্ত্রনায় ভূগছিল। কয়েক দিন পূর্বে তার চোখের অপারেশনও করা হয় বলেও জানা গেছে।
এ বিষয়ে তার ছেলে হাফিজুর রহমান বলেন, সকালে আমরা সকলে একসাথে ভাত খেয়ে যার যার মত কাজে চলে যায়। পরে খবর পাই, আম্মু বাড়ির পাশে মেহগনি গাছের সাথে নাইলোন গড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে মারা গেছে।
এ বিষয়ে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব জানান, বৃদ্ধা নিহতের ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে যার নং-৫৯।