ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় এনজিও সংস্থা ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসুচীর সহায়তায় গুটুদিয়া পল্লী সমাজের আয়োজনে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় গুটুদিয়া পরিষদের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে উপস্থিত ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসুচী সিনিয়র জেলা ব্যবস্থাপক নয়ন ঘোষ, পিওপিটি মিঠুন দত্ত, এফও (সিইপি) মিঠু রানী বিশ্বাস, পল্লী সমাজের সভা প্রধান অর্চনা ফৌজদার, মুনমুন বসাক, শৈব্যা বিশ্বাস, আসমা বেগম, শোভা রানী মন্ডল, সেলিনা বেগম, যুথিকা জোয়ার্দার, নাজমা বেগম, চন্দনা রানীসহ অন্যান্য সদস্যরা। সিলেটের এমসি কলেজে ধর্ষণ, নোয়াখালিতে গৃহবধুকে বিবস্ত্র করে নির্যাতন, সাভারে নীলা হত্যাসহ সারাদেশে নারী নির্যাতন, ধর্ষণ, হত্যা ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং বিচারের দাবি জানানো হয়।