ডুমুরিয়া প্রতিনিধি : খুলনার ডুমুরিয়ায় লিমা খাতুন(৩২) নামে এক নার্সের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। তিনি উপজেলার আন্দুলিয়া গ্রামের নওয়াব আলী আকুঞ্জির মেয়ে। সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স। বর্তমানে তিনি আন্দুলিয়াস্থ নিজ বাড়িতে লকডাউনে রয়েছেন।
জানা গেছে, লিমা খাতুন গত ১২মে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বদলি হয়ে পরদিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করেন। এরপরই তিনি শারিরিক ভাবে অসুস্থ্য হয়ে পড়লে ডাক্তাররা তার আলামত সংগ্রহ করেন। রির্পোর্টে তার শরীরে করোনা ভাইরাসের পজেটিভ ধরা পড়ে। এরপর তিনি হাসপাতাল ছেড়ে তার নিজবাড়িতে অবস্থান করেন। এ খবর পেয়েই ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাজনাজ বেগম ও ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লবের নেতৃত্বে সোমবার রাত সাড়ে ৯টার দিকে একটি মেডিকেল টিমসহ ওই বাড়িতে গিয়ে তার শারিরিক খোজ খবর নেয়া হয়। পরবির্ততে ওই বাড়িটি সম্পূর্ণ ভাবে লকডাউন ঘোষণা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। একই সাথে স্থানীয় গ্রামবাসীদের সতর্ক্য থাকার নির্দেশ প্রদান করা হয়।