ডুমুরিয়া প্রতিনিধি : খুলনা-সাতক্ষীরা সড়ক ও ডুমুরিয়া উপজেলার বরাতিয়া নামক স্থানে বৃহস্পতিবার দুপুরে এক দুর্ঘটনায় নয়ন (৩৪) নামের এক মটর-সাইকেল চালক মারা গেছে।
ডুমুরিয়া-চুকনগর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ শেখ আবদুল্লাহ জানান, দুপুর সোয়া ১টার দিকে মুঠোফোনের মাধ্যমে জানতে পারি বরাতিয়া নামক স্থানে একটা বডি পড়ে আছে। তারপর দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি একটি ডিস্কভার মটর-সাইকেল ভেঙ্গে দুমড়ে মুছড়ে গেছে আর পাশে মাথা ক্ষত-বিক্ষত একটা বডি। প্রাথমিক ভাবে জানতে পেরেছি, তার নাম নয়ন এবং ঠিকানা তালা উপজেলা খলিশখালি এলাকায়। তবে সে কিসের সাথে, কোন ভাবে একসিডেন্ট করেছে এটা জানি না। ডেট বডিটা ডুমুরিয়া হাসপাতালে রাখা আছে।