ঢাকা অফিস : ঢাকা, ঝিনাইদহ ও রংপুরে ডেঙ্গু আক্রান্ত আরো চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা মেডিক্যালে জিসান নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এর আগে রাতে ঢাকা মেডিক্যালে মারা গেছেন হেনা বেগম। সকালে রংপুর মেডিক্যালে মারা গেছেন মাহতাব নামে এক তরুণ। এছাড়া ঝিনাইদহের কালিগঞ্জে এক নারী মারা গেছেন।
এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ৫২ জন। এদের মধ্যে ৩৫ জনই দ্বিতীয় বার ডেঙ্গু আক্রান্ত ছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারাদেশে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৬৪ হাজার ৭৬৫ জন। যাদের বেশির ভাগই ৫ থেকে ৪৫ বছর বয়সী। গতকাল ২৪ ঘণ্টায় সারা দেশে আক্রান্ত হয়েছে এক হাজার ২৫১ জন। এর মধ্যে রাজধানীতে আক্রান্ত হয়েছেন ৫৭৭ জন। বাকি ৬শ’ ৭৮ জন ভর্তি হয়েছেন দেশের বিভিন্ন হাসপাতালে।