ডেঙ্গুতে মাদারীপুর ও কিশোরগঞ্জে নিহত ২

প্রকাশঃ ২০১৯-০৮-০৩ - ১১:৫৩

ঢাকা অফিস : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাদারীপুর ও কিশোরগঞ্জে দুইজনের মৃত্যু হয়েছে।  শুক্রবার রাতে মাদারীপুর থেকে ফরিদপুর সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান নাদিরা আক্তার নামের গৃহবধু। এরআগে ৩১ শে জুলাই কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন তিনি। বর্তমানে মাদারীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ১৬ জন ডেঙ্গুতে আক্রান্ত চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত জেলায় মোট ৪৭ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে।

এদিকে কিশোরগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাতে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোহাম্মদ হামজা মিয়া নামের এক শিক্ষার্থী মারা গেছে। এখন ৬৯ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ পর্যন্ত ২১৫ জন কিশোরগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।