ডেঙ্গু নিয়ন্ত্রণে মাঠে নামছে সেনাবাহিনী

প্রকাশঃ ২০১৯-০৭-২৫ - ১৩:৩৬

ঢাকা অফিস : রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গু পরিস্থিত ক্রমশ অবনতি হচ্ছে এবং হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলছে। এ অবস্থায়, দেশের ডেঙ্গু নিয়ন্ত্রণে মাঠে নামার ঘোষণা দিয়েছে সেনাবাহিনী। এডিস মশা নিধনে সব সেনানিবাসে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ।

আজ বৃহস্পতিবার, ঢাকা সেনানিবাসে ডেঙ্গু নিয়ে আয়োজিত সচেতনতামূলক সেমিনারে এ ঘোষণা দেন সেনা প্রধান।

এ সময় সেনা প্রধান আরও বলেন, ‘ডেঙ্গু আক্রান্তদের জন্য সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচ এ আলাদা ওয়ার্ড চালু করা হয়েছে।’ এ মুহূর্তে হাসপাতালটিতে ৪শ ৪৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে বলেও জানান জেনারেল আজিজ আহমেদ।