আজগর হোসেন ছাব্বির, দাকোপঃ খুলনার দাকোপে করোনা সংক্রমন পরিস্থিতি ক্রমেই বেড়ে চলেছে। উপজেলায় এ পর্যন্ত ১৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। উপজেলা স্বাস্থ ও প.প কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক নিজামী বলেন, দাকোপে বৃহস্পতিবার পর্যন্ত ১৪ জনের শরীরে ১৬ টি পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। অর্থাৎ পুরাতন দু’জন সুস্থ হয়ে ফের আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে পানখালী ইউনিয়নের লক্ষিখোলা এলাকার ফাতেমা বেগম এবং রাইমা বেগম সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। বর্তমানে যারা আক্রান্ত আছেন চুনকুড়ি এলাকার নীপা হালদার, সুজাতা বাছাড়, সুরঞ্জন রায়, নুর মোহাম্মাদ মোড়ল, কামারখোলার উজ্জল মন্ডল, চালনা পৌরসভার জলিল শেখ, বানীশান্তার হিমাদ্রী মন্ডল এবং লাউডোপ এলাকার পুলিশের সদস্য ইন্দ্রোজিত রায়সহ ১৪ জন। উপজেলায় এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ২৯১ জনের। বর্তমানে কোয়ারেন্টাইনে আছে ১৬৫ জন। এ ছাড়া আইসোলেশনে আছে ১১ জন।
অপরদিকে চালনা পৌরসভার সবুজপল্লী এলাকার সুকুমার দাসের পুত্র তাপস দাস (২৬) জ্বর স্বর্দি কাশি শ্বাস কষ্ট নিয়ে দাকোপ উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছে। তার নমুনা সংগ্রহ কওে পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।