দাকোপে করোনা মোকাবেলায় অনুষ্ঠিত সভায় পিপিই বিতরণ

প্রকাশঃ ২০২০-০৫-১১ - ১৭:১৪

আজগর হোসেন ছাব্বিরঃ দাকোপে করোনা ভাইরাস মোকাবেলায় অনুষ্ঠিত সভায় চিকিৎসক, স্বাস্থ্য কর্মী, উপজেলার দাপ্তরিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও ইউপি সচিবদের মধ্যে ৩ শতাধিক পিপিই ও মাস্ক ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলার শতভাগ সুবিধা ভোগীদের তালিকা যাচাই বাছাই করার লক্ষ্যে জনপ্রতিনিধি ও দপ্তর প্রধান, ইউপি সচিব, ট্যাগ অফিসারদের  নিয়ে সোমবার সকাল ১০ টায় নির্বাহী অফিসারের কার্যালয় চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ’র সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়াম্যান মুনসুর আলী খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পরিতোষ রায়, সিনিয়র মৎস্য কর্মকর্তা, সেলিম সুলতান, মহিলা বিষযক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা, প্রকৌশলী ননীগোপাল দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আবদুল কাদের, ইউপি চেয়ারম্যান রনজিত মন্ডল, ইউপি চেয়ারম্যান শেখ আবদুল কাদের, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, ইউপি চেয়ারম্যান সরোজিত রায়, ইউপি চেয়ারম্যান মিহির মন্ডল, ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকিরসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি ও ইউপি সচিব বৃন্দ। সভায় ৯ টি ইউনিয়নের জনপ্রতিনিধি, ইউনিয়ন সচীব, উদ্যোক্তা, চালনা পৌরসভার সকল প্রতিনিধি ও কর্মকর্তা কর্মচারী, উপজেলার সকল দাপ্তরিক কর্মকর্তাদের মাঝে পিপিই, মাস্ক ও অন্যান্য স্বাস্থ্য সামগ্রী বিতরন করা হয়। এর আগে দাকোপ উপজেলা হাসপাতালে ১০০ পিপিই ও স্বাস্থ্য সামগ্রী দেওয়া হয়।
অপর দিকে উপজেলার পানখালী ইউনিয়নের পূর্ব লক্ষ্মীখোলা এলাকায় নারায়নগঞ্জ থেকে আসা ২ নারী সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়। আক্রান্তদের বাড়ীসহ আশেপাশের লক ডাউনে থাকা পরিবার গুলোর মধ্যে ১৫ পরিবারে পানখালী ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান শেখ আব্দুল কাদের সোমবার সকালে ব্যক্তিগতভাবে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন। এ সময় ১৫টি পরিবারের মাঝে পরিবার প্রতি ১০ কেজি চাউল, ১ কেজি আলু ও ১ কেজি ডাউল বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।