দাকোপে ধান কাটতে বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলা- ১৫ জনের নামে মামলা

প্রকাশঃ ২০২১-১২-১৪ - ১৯:০৪

দাকোপ প্রতিনিধিঃ দাকোপের চুনকুড়ি এলাকায় ধান কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ। আশংকাজনক অবস্থায় দেবাশীষ বিশ্বাস নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ১৫ জনকে আসামী করে দাকোপ থানায় এজাহার দাখিল করা হয়েছে।
সংশ্লিষ্ট এলাকাবাসী ও এজাহার সুত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯ টার দিকে চুনকুড়ি এলাকায় রবীন্দ্রনাথ মন্ডল, স্বপন মন্ডল, নিরাপদ মন্ডল, কৃষ্ণপদ মন্ডল, বিষ্ণুপদ মন্ডল, বিপুল জোয়াদ্দারের নেতৃত্বে ১৫/২০ জন দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে একই এলাকার বিধান বিশ্বাসদের জমির ধান কাটতে যায়। এ ঘটনা দেখে দেবাশীষ বিশ্বাস বাড়ীতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে নিয়ে ধান কাটতে প্রতিপক্ষদের বাধা দেয়। তখন রবীন্দ্রনাথ মন্ডলের নেতৃত্বে তাদের উপর হামলা করা হয়। জানা গেছে প্রতিপক্ষের দায়ের কোপে দেবাশীষ বিশ্বাসের মাথায় মারাতœক জখম হওয়ায় দাকোপ হাসপাতাল তাকে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ছাড়া বিশ্বাস পরিবার পক্ষের আরো কয়েকজন গুরুত্বর আহত হয়েছে বলে জানা গেছে। অপর দিকে প্রতিপক্ষের রবীন্দ্রনাথ এবং আজিজুর মালি নামের দু’ব্যক্তি আহত হয়েছে বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সুনীল বিশ্বাস বাদী হয়ে রবীন্দ্রনাথ মন্ডলসহ ১৫ জনের নাম উল্লেখ করে দাকোপ থানায় এজাহার দাখিল করেছে। এ ব্যাপারে জানতে চাইলে দাকোপ থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী সুনীল বিশ্বাসের দাখিল করা এজাহার পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি মামলা গ্রহনের প্রক্রিয়ায় আছে।