দাকোপ প্রতিনিধিঃ দাকোপের তিলডাঙ্গায় ভূয়া ফেইজবুক আইডি খুলে আপত্তিকর পোষ্ট ও বার্তা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার অপচেষ্টার ঘটনায় ভিকটিমের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে।
২৪ এপ্রিল ২০২২ দাকোপ থানায় করা ৯৮০ নং সাধারণ ডায়েরীতে তিলডাঙ্গার কামিনীবাসিয়া গ্রামের প্রফুল্ল সরদারের পুত্র আদিত্য সরদার অভিযোগ করেছেন যে, আদিত্য সরকার রহিত নামে ফেউজবুক আইডিটি বহুদিন যাবৎ তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে পরিচালনা করে আসছেন। সম্প্রতি তার ছবি ব্যবহার করে কে বা কাহারা আদিত্য সরকার নামে একটি ফেক আইডি ব্যবহার করে অশালীন ও আপত্তিকর পোষ্ট ও বিভিন্ন জনকে ম্যাছেজ বার্তা দেওয়া হচ্ছে। তাকে ফাঁসাতে অসামাজিক ও বেআইনী পোষ্টের বিষয়টি জানতে পেরে ভুক্তভোগী আদিত্য সরদার নিজের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরী করেছে। খোজ নিয়ে জানা গেছে দাকোপ এলাকায় অন্যের ফেইজবুক আইডির অনুকরনে ভূয়া আইডি ব্যবহারের মাধ্যমে বেআইনী কর্মকান্ডের বেশ কিছু অভিযোগ আছে। এ ঘটনায় জড়িত ব্যক্তি বা চক্রকে আইনের আওতায় আনার দাবী জানিয়েছে ভুক্তভোগীসহ এলাকাবাসী।