দিনাজপুরের ফুলবাড়ীতে আন্দশোভা যাত্রা অনুষ্ঠিত

প্রকাশঃ ২০১৭-১১-২৫ - ১৩:০৭

মেহেদী হাসান উজ্জল (ফুলবাড়ী) দিনাজপুর : বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সর্বকালের শ্রেষ্টবাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ঐতিহাসিক ৭ই মার্চে দেয়া ভাষণটিকে ইউনেস্ক কর্তৃক “মেমোরি অফ দা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল” রেজিষ্টা’র এ অর্ন্তভুক্তির মাধ্যমে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামান্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি, দেয়ায়। সারা দেশের ন্যায় দিনাজপুরের ফুলবাড়ীতে আনন্দ শোভা যাত্রা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য আনন্দো শোভা যাত্রা বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে। পরে উপজেলা চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে এবং বঙ্গবন্ধু কলেজে অধ্যক্ষ মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হায়দার আলী শাহ্, সাধারন সম্পদক মুশফিকুর রহামান বাবুল, অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) মো. রফিকুল ইসলাম, ফুলবাড়ী আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয়ে উপাধক্ষ্য শাহ মো. আব্দুল কুদ্দুস, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. নাসিম হাবিব, ফুলবাড়ী মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এছার উদ্দিন মন্ডল, জিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক প্রমূখ।

এ সময় বিভিন্ন রাজনৈাতিক নেতৃবৃন্দ,সরকারী কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা,ছ্ত্রা-ছাত্রী,ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থত ছিলেন ।

আলোচনা সভা শেষে উপজেলা শিল্পকলা একাডেমীর পরিবেশনায় এক মনোজ্ঞা সাংস্কৃতি অনুষ্ঠান ও ওরা এগার জন চরচিত্র পরিদর্শন করা হয়।