ফুলতলা (খুলনা) প্রতিনিধি// দেশের বিভিন্ন স্থানে মন্দিরে হামলা, প্রতিমা ভাংচুর ও সনাতস ধর্মালম্বীদেও পর হামলা ও বাড়িঘর ভাংচুরের ফুলতলায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল রোববার রাতে উপজেলা পূজা উদ্্যাপন পরিষদের উদ্যোগে অস্থায়ী কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা কমিটির সভাপতি গৌরহরি দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মৃনাল হাজরার পরিচালনায় বক্তব্য রাখের সাবেক অধ্যক্ষ প্রফুল্ল কুমার চক্রবর্তী, মন্দিন্দ্রনাথ মন্ডল, পরিমল কান্তি বিশ্বাস, প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, প্রেমচাঁদ দাস, বীর মুক্তিযোদ্ধা সুবোধ বসু, বিকাশ রায়, বিজয় কৃষ্ণ হালদার, প্রদ্যুৎ বিশ্বাস, শেখর সুর, মাষ্টার গোবিন্দ্র নাগ, রবীন কুন্ডু, প্রাণ কৃষ্ণ দে, সত্যজিৎ বিশ্বাস, অনুপ বিশ্বাস, অরুপ হালদার, প্রবীর হালদার প্রমুখ।