নারায়ণগঞ্জে ১০ ভিক্ষুককে পূর্ণবাসন করলেন বন্দর ইউএনও শুক্লা সরকার

প্রকাশঃ ২০২০-০৮-১৬ - ২০:৫৩

নারায়ণগঞ্জঃ টং দোকান ও মূলধন দিয়ে ১০জন অসহায় ভিক্ষুককে পূর্ণবাসন করে বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন বন্দরের মানবতাবাদী উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার। মূলতঃ প্রধাণমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ১দিনের বেতনের টাকায় এ উদ্যোগ বাস্তবায়ন করেন প্রমীলা এ ম্যাজিষ্ট্রেট। শনিবার বিকেল ৪টায় ফিতা কাটার মধ্য দিয়ে ভিক্ষুক পূর্ণবাসন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধণ করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিমউদ্দিন। এ সময় জসিমউদ্দিন ইউএনও শুক্লা সরকারের ভূঁয়সী প্রসংশা করে বলেন,টং দোকান ও মূলধন প্রদানের মাধ্যমে ভিক্ষুক পূর্ণবাসনের বিষয়টি দেশের ইতিহাসে বিরল। আমি শুক্লা সরকারের এ উদ্যোগকে সাধুবাদ জানাই। এসব কর্মকান্ডের মাধ্যমেই মানুষকে বাঁচাতে হবে। এ সময় উপস্থিত ছিলেন বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ ফখরুদ্দিন ভূইয়া,মুসাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ হোসেন,বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহম্মেদ,ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহম্মেদ,মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ সালাম,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ফারুক আহম্মেদসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।