ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, বাংলাদেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী নারী। অর্থনৈতিক কর্মকান্ডে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন দেশের সার্বিক অগ্রগতির অন্যতম শর্ত। নারীর ক্ষমতায়নে তথ্যপ্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামের অসহায় দরিদ্র সুবিধাবঞ্চিত নারীরা যেন সকল সুবিধা ভোগ করতে পারে তার জন্য সরকার বিনা মূল্যে বিভিন্ন প্রশিক্ষণ ও উপকরণ প্রদানের ব্যবস্থা গ্রহণ করেছে। নারীর ক্ষমতায়ন বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী শিক্ষায় বিশেষ সহায়তা প্রদান করছে।
মঙ্গলবার দুপুরে ফুলতলা উপজেলা তথ্য কেন্দ্রের উদ্যোগে তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প কর্তৃক আয়োজিত উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। “শেখ হাসিনার বার্তা, নারী পুরুষ সমতা” এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় মহিলা সংস্থার বাস্তবায়নাধীন প্রকল্প (২য় পর্যায়ে) উপজেলা পরিষদ চত্বরে উঠান বৈঠক ইউএনও সাদিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, সহকারী কমিশনার (ভ‚মি) রুলী বিশ্বাস, ওসি মাহাতাব উদ্দিন, আওয়ামীলীগ নেতা মোঃ আাসলাম খান। স্বাগত বক্তৃতা করেন উপজেলা তথ্যসেবা কর্মকর্তা সাথী খাতুন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারসানা ইয়াসমিন, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, একটি বাড়ি একটি খামার প্রকল্প কর্মকর্তা শিরিন সুলতানা, তথ্য আপা রাবেয়া খাতুন, তাহিরা প্রমুখ।