নীলফামারীতে ট্রাকচাপায় মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু

প্রকাশঃ ২০১৭-১১-০১ - ১৮:০৩
নীলফামারী : নীলফামারীতে ট্রাক-ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষে নাঈম ইসলাম (১২) নামে এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১লা নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার সংগলশী ইউনিয়নের নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের কাজিরহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাঈম সংগলশী ইউনিয়নের বড় সংগলশী খামাতপাড়া গ্রামের রমজান আলীর ছেলে। সে সংগলশী হাজিপাড়া মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র।

নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হারিছুর রহমান ঘটনাস্থল থেকে জানান, লেখাপড়ার পাশাপাশি বাবা রমজান আলীর হোটেলের কাজে সহযোগিতা করতো নাঈম। আজ সকালে সে নিজেই ভ্যান চালিয়ে হোটেলের জন্য খড়ি (লাকড়ি) কিনে আনতে যায়। খড়ি কিনে আনার পথে সৈয়দপুর থেকে নীলফামারীগামী একটি ট্রাকের সাথে তার ভ্যানগাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত ভ্যানগাড়ি ও মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান এসআই।