নুসরাত হত্যা : ওসি মোয়াজ্জেমের রায় ২৮শে নভেম্বর

প্রকাশঃ ২০১৯-১১-২০ - ১৭:৫৬

ঢাকা অফিস : মাদ্রাসা ছাত্রী নুসরাতের ভিডিও ইন্টারনেটে ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ২৮শে নভেম্বর ধার্য করেছেন আদালত।
বুধবার, ঢাকার সাইবার ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলার রায়ের জন্য দিন ধার্য করা হয়। মোয়াজ্জেমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৬ ধারা, ২৯ ধারা এবং ৩১ ধারায় মামলা করা হয়।

পিবিআইয়ের দেওয়া তদন্ত প্রতিবেদনে বলা হয়, অধ্যক্ষ সিরাজ উদ দৌলা কর্তৃক যৌন হয়রানির শিকার ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির বক্তব্যের ভিডিও ধারণ ও প্রচার করেন ওসি মোয়াজ্জেম হোসেন নিজেই। ইচ্ছাকৃতভাবে ঐ ভিডিও প্রচার করে তিনি প্রকৃত ঘটনা সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করেন।