নড়াইলে চিকিৎসাসেবায় মাশরাফীর ভ্রাম্যমাণ মেডিক্যাল টিম

প্রকাশঃ ২০২০-০৪-০৮ - ১৮:৫৪
নড়াইল : করোনাভাইরাস সংক্রমণ রোধে গৃহবন্দী মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে নড়াইলে ক্রিকেটার মাশরাফি বিন মোর্ত্তজার উদ্যোগে চালু হয়েছে ভ্রাম্যমাণ মেডিক্যাল টিম।

প্রাথমিকভাবে দু’জন চিকিৎসক দিয়ে এই সেবা চালু হলেও পরবর্তীতে আরো চিকিৎসক যুক্ত হবেন এই টিমে। যত দিন করোনার প্রাদুর্ভাব থাকবে তত দিন নড়াইলবাসী চিকিৎসাসেবা পাবে বলে জানালেন সংশ্লিষ্টরা।

করোনা সংক্রমণের কারণে সাধারণ অসুস্থতায় চিকিৎসাসেবা পাচ্ছে না মানুষ।  এমন পরিস্থিতিতে নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফি বিন মোর্ত্তজার উদ্যোগে নড়াইলে চালু হয়েছে ভ্রাম্যমাণ মেডিক্যাল টিম।

করোনায় আতঙ্কিত গৃহবন্দী নড়াইলবাসী ঘরে বসে এমন চিকিৎসাসেবা পেয়ে অনেকটাই স্বস্তিবোধ করছেন।

নড়াইলের সাধারণ মানুষ যাতে বিনামূল্যে নিয়মিত সঠিক চিকিৎসা পায় সে লক্ষ্যেই এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানালেন সংশ্লিষ্টরা। প্রাথমিক অবস্থায় দু’জন চিকিসৎক সেবা দিলেও আরো চিকিৎসক ভ্রাম্যমাণ মেডিক্যাল টিমে যুক্ত হবেন।

ভ্রাম্যমাণ এই মেডিক্যাল টিমের সার্বিক সহযোগিতায় নড়াইল পুলিশ সবসময় পাশে থাকবে বলে জানান জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন।

করোনা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই চিকিৎসাসেবা চালু থাকবে।  ০১৩১৪-৯৬৬৬৯৯ ও ০১৭৮৪-২৮৯৪৯৪ এই নম্বরে যোগাযোগ করলে ভ্রাম্যমাণ মেডিক্যাল টিম পৌঁছে যাবে জেলার যে কোনও প্রান্তে।