আটোয়ারী (পঞ্চগড়) : “বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তর আয়োজনে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে বর্নাঢ্য র্যালি বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা হলরুমের আলোচনা সভায় এসে মিলিত হয়।
উপজেলা একাডেমিক সুপার ভাইজার হাসান রেজার সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আব্দুর রহমান উপস্থিত থেকে বক্তব্য রাখেন। সভায় অন্যানের মধ্যে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার শামিম ইকবাল, খামারী মোঃ মানিক প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
আলোচনা সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শাহ মোঃ ইকবাল। আলোচনা শেষে খামারী সহ বিভিন্ন চাষীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।