পদ্মা সেতুর প্রায় আড়াই কিলোমিটার দৃশ্যমান

প্রকাশঃ ২০১৯-১১-২৬ - ১৬:৪৪

ঢাকা অফিস : বসানো হয়েছে পদ্মা সেতুর ১৭তম স্প্যান। এর মধ্য দিয়ে সেতুর প্রায় আড়াই কিলোমিটারের বেশি দৃশ্যমান হলো।  পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী জানান, দুপুরে জাজিরা প্রান্তে ২২ ও ২৩ নম্বর পিলারের ওপর বসানো হয় স্প্যানটি। গত সপ্তাহে, সেতুর মুন্সিগঞ্জ প্রান্তে ১৬ ও ১৭ নম্বর পিলারের ওপর বসানো হয় ১৬ নম্বর স্প্যান।

৪২টি পিলারের ওপর ৪১টি স্প্যান বসিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণ করা হবে। এরই মধ্যে দৃশ্যমান হয়েছে সবকটি পিলার। আগামী মাসের মধ্যে আরো দুটি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।