গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলা পুলিশ সুপার তৌহিদুল ইসলামের নির্দেশনা মোতাবেক গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাকে মাদক মুক্ত রাখার লক্ষ্যে অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে ও তদারকিতে ১৩ মে বুধবার পলাশবাড়ী থানার এসআই সঞ্জয়ের নেতৃত্বে একটি টিম পৌর এলাকার গৃধারীপুরের চেয়ারম্যানপাড়ায় এক অভিযানে ২০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করেছে। এ বিষয়ে এআই সঞ্জয় সাহা জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়িরা হলো ১। নুর আলম (৩৫) পৌর এলাকার গৃধারীপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ও একই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে ২। ফারুক আকন্দ (৩১) ।
এখবর নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান,গ্রেফতারের পরবর্তীতে তাদের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় একটি মাদক মামলা রুজু হয়। উক্ত মাদক মামলায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।