বিজ্ঞপ্তি : নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ এর মহাসচিব হাফেজ মাওলানা ক্বারী ইসমাইল বেলায়েত হুসাইন সাহেব খুলনার পশ্চিম বানিয়াখামার দারুল কুরআন বহুমুখী মাদ্রাসা পরিদর্শন করেন।২৩শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাদ যোহর নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ কর্তৃক আয়োজিত খুলনা অঞ্চলের বার্ষিক মুয়াল্লিম জোড় শেষ করে তিনি পশ্চিম বানিয়াখামার দারুল কুরআন বহুমুখী মাদ্রাসা পরিদর্শন করেন। মহোদয়ের আগমন উপলক্ষে পশ্চিম বানিয়াখামার দারুল কুরআন বহুমুখী মাদ্রাসা ২০২১ সালে অনুষ্ঠিত নূরানী তৃতীয় শ্রেণীর সমাপনী পরীক্ষায় সমগ্র বাংলাদেশে প্রথম স্থান অর্জন কারী অত্র মাদ্রাসার শিক্ষার্থী মোছাঃ সুমাইয়া শারমিন কে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ এর মহাসচিব হাফেজ মাওলানা ইসমাঈল বেলায়েত হুসাইন, নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ এর পরীক্ষা নিয়ন্ত্রক আলহাজ্ব মাওলানা আবু বকর সিদ্দিক, পশ্চিম বানিয়াখামার দারুল কুরআন বহুমুখী মাদ্রাসার সম্মানিত মুতাওয়াল্লী আলহাজ্ব মুনীর আহমেদ, কোষাধক্ষ্য আলহাজ্ব হাফিজুর রহমান,পরিচালক শিক্ষা এস এম আলী ইমাম, প্রধান শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মাওলানা ফজলুর রহমান, নূরানী তা’লীমুল কুরআন বোর্ড খুলনা অঞ্চলের জিম্মাদার মাওলানা আলী আজগারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে মাদ্রাসার সম্মানিত মুতাওয়াল্লী এন.টি. কিউ.বি এর মহাসচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক মহোদয় কে শুভেচ্ছা স্মারক প্রদান করেন এবং দেশ সেরা শিক্ষার্থী সুমাইয়া শারমিন কে অত্র মাদ্রাসার পক্ষ থেকে মহাসচিব মহোদয়ের মাধ্যমে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।