পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় জায়গা-জমির বিরোধের জের ধরে প্রতিপক্ষরা দু’মহিলা পিটিয়ে আহত করে আগুন দিয়ে বাথরুম পুড়িয়ে দিয়েছে। এলাকাবাসী আহতদেরকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করেছে। ঘটনাটি উপজেলার রাড়ুলী গ্রামে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে পাইকগাছা থানায় অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগে জানা যায়, উপজেলার রাড়ুলী ইউনিয়নের রাড়ুলী গ্রামের হানিফ গাজীর স্ত্রী জবেদা বেগমের সাথে একই এলাকার মৃত আফতাব গাজীর ছেলে সোনা গাজী, সোহাগ গাজী, পুত্রবধু রূপসা বেগম ও স্ত্রী রাবেয়া বেগম জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার সকাল ১০টায় একটি শিরিস গাছের ডাল কাটাকে কেন্দ্র করে উভয়পক্ষ বাগ-বিতন্ডে জড়িয়ে পড়ে। এসময় প্রতিপক্ষরা জবেদার দু’বোনকে মারপিট করে রক্তাক্ত জখম করে এবং আগুন দিয়ে বাথরুম পুড়িয়ে দেয়। তাদেরকে এলাকাবাসী উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করেছে। তাৎক্ষণিক রাড়ুলী ক্যাম্প ইনচার্জ তাইজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জবেদা বেগম বাদী হয়ে পাইকগাছা থানায় অভিযোগ দায়ের করেছে। প্রতিপক্ষ রাবেয়া বেগম জানান, আমাদের জমিতে বাথরুম থাকায় আমার ছেলে সোনা গাজী দিয়েছে।