পাইকগাছায় নছিমন উল্টে দুই কলেজ ছাত্রী আহত

প্রকাশঃ ২০১৭-১২-০৬ - ১৮:৫৬

পাইকগাছা (খুলনা) : পাইকগাছায় যাত্রীবাহী নছিমন পাল্টি খেয়ে নদীতে পড়ে গিয়ে দুই কলেজ ছাত্রী আহত হয়েছে। আহত কলেজ ছাত্রীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত দুই কলেজ ছাত্রী উপজেলা সদরের ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। জানাগেছে, উপজেলার সোলাদানা গ্রামের পরিমল সানার মেয়ে অনন্যা সানা ও পঞ্চানন সানার মেয়ে শম্পা সানা কলেজে নির্বাচনী পরীক্ষা থাকায় বুধবার সকাল ৯টার দিকে ইঞ্জিন চালিত নছিমন যোগে বাড়ী থেকে কলেজে যাচ্ছিল। পথিমধ্যে পাইকগাছা বেতবুনিয়া সড়কের আবু হোসেন কলেজ মোড়স্থ চৌরাস্তা নামক স্থানে পৌছানোরপর যাত্রীবাহী নছিমনটি পাল্টি খেয়ে পাশে খালিয়া বদ্ধ নদীতে পড়ে যায়। এতে দুই কলেজ ছাত্রী গুরুতর আহত হয়। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় খবর পেয়ে তাদেরকে দেখতে আসেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ জানান, আহত দু’জনরই মাথা সবচেয়ে বেশি আঘাত প্রাপ্ত হয়েছে। এর মধ্যে একজনের একটি হাত ভেঙ্গে গিয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।