পাইকগাছায় নছিমন ও ইজিবাইক সংঘর্ষে শিক্ষক দম্পতি হতাহত

প্রকাশঃ ২০১৭-১১-১৬ - ১৮:৫৯

পাইকগাছা (খুলনা) :পাইকগাছায় নছিমন ও ইজিবাইক দূর্ঘটনায় এক শিক্ষক দম্পতি হতাহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে পাইকগাছা-কয়রা সড়কের শিববাটী ব্রীজ সংলগ্ন স্মরণখালী নামক স্থানে যাত্রীবাহী নছিমন ও ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে শিক্ষক দম্পতি মনিরুজ্জামান মোড়ল (৫৭) ও তার স্ত্রী সুফিয়া বেগম (৪৫) গুরুতর আহত হয়। পরে মুমূর্ষু অবস্থায় আহত দম্পতিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা শিক্ষক মনিরুজ্জামানকে মৃত ঘোষণা করেন। নিহত মনিরুজ্জামান উপজেলার চাঁদখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ও একই এলাকার মৃত ইব্রাহিম মোড়লের ছেলে। ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানানা, ঘটনার দিন শিক্ষক দম্পতি মনিরুজ্জামান মোড়ল ও তার স্ত্রী সুফিয়া বেগম বুধবার তাদের মেয়েকে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে বাড়ি ফিরছিলেন। উপজেলা সদর থেকে তারা ইজিবাইকে বাড়ি ফিরছিলেন, পথিমধ্যে শিববাটী ব্রীজ সংলগ্ন স্মরনখালী নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি নছিমন সামনের দিক থেকে ইজিবাইকে আঘাত করে। এতে শিক্ষক মনিরুজ্জামান নিহত হন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে এবং দূর্ঘটনার স্থান থেকে নছিমনটি জব্দ করা হয়েছে।