আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) : সারাদেশের ন্যায় দিনাজপুরের পার্বতীপুরে নানা আয়োজেনের মধ্যদিয়ে পালিত হলো আন্তর্জাতিক মানবাধিকার দিবস।
দিবসটি পালন উপলক্ষে রোববার সন্ধ্যা ৭টায় আন্তর্জাতিক মানবাধিকার কমিশন পার্বতীপুর শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মোড়ে অবস্থিত সংগঠনের কার্যালয়ে পার্বতীপুর শাখার সভাপতি অলিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি আওলাদ হোসেন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা সাংগঠনিক সম্পাদক গোলাপ রব্বানী, উপজেলা যুগ্ন সম্পাদক আনোয়ার হোসেন, সহ-সম্পাদক আনিছুর রহমান মিঠু, সদস্য তহিদুল ইসলাম, মানিক, সুমন, আনিছ, রতন প্রমূখ। এছাড়াও দুপুরে দিবসটি পালন উপলক্ষে গ্রাম বিকাশ কেন্দ্র্রের উদ্যোগে আদিবাসী ও দলীত সম্প্রদায়ের ৬দফা দাবী আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় বাস টার্মিনাল চৌরাস্তা মোড়ে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় বক্তব্য রাখেন, জিবিকে আলো প্রকল্পের ম্যানেজার নাদিরা আক্তার, নুরে আলম সিদ্দিক, আদিবাসী নেতা বিমল মূর্মূ। আঅন্যদিকে হিউম্যান রাইট্স অব বাংলাদেশ ফাউন্ডেশন উপজেলা কমিটির সভাপতি ডাঃ এস এইচ সাজ্জাদের নেতৃত্বে বর্নাঢ্য র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটি পালিত হয়।