আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) : বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুরের পার্বতীপুর উপজেলা শাখার ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় পার্বতীপুর পৌরসভা অডিটরিয়ামে কাউন্সিলের কার্যক্রম শুরু হয়। প্রধান শিক্ষক খতিব উর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি আহসানুল হক মুকুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রাং, সাধারন সম্পাদক রেজাউল করিম, জেলা শাখার সাধারন সম্পাদক মাতলুবুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ সাত্তার। কাউন্সিলে আবু এহিয়া কুসুম কে সভাপতি, সাধারন সম্পাদক আকতারুজ্জামান মমিন, সাংগঠনিক সম্পাদক মোকলেছুর রহমান ও তাজকির হুসাইন কে কোষাধ্যক্ষ করে ৫১ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদী কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।