পার্বতীপুর (দিনাজপুর ) প্রতিনিধি: দিনাজপুর পার্বতীপুর ক্রাইম রিপোর্টার এ্যাসোসিয়েশনের সাংগাঠনিক সম্পাদক অাব্দুল্লাহ অাল মামুন সড়ক দূর্ঘটনায় গুরুতর অাহত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মোটর বাইক যোগে দিনাজপুর থেকে পার্বতীপুরে ফেরার পথে চিরিরবন্দর এলাকায় একটি মোটরবাইকেরর সামনে থাকা অটোবাইক কোন প্রকার সিগন্যাল ছাড়াই হঠাৎ ব্রেক কোষলে এ দূর্ঘটনা ঘটে। এসময় সংবাদকর্মী অাব্দুল্লাহ অাল মামুনের বাম হাতের হাড় ফেটে যায় এবং তার ডিসকোভার ১২৫ সিসির মোটর বাইকের সামনের চাকার রিং ভেঙ্গে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমান তিনি নিজ বাড়িতে অবস্থান করছেন। তিনি সকলের দোয়া কামনা করেছেন।