খুলনাঃ আগামী ৩ মার্চ খুলনায় আসছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন তিনি খুলনা সার্কিট হাউজ ময়দানে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তৃতা করবেন। দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিককে জয়ী করতে বিভাগীয় সফরের ধারাবাহিকতায় তিনি খুলনা সফর করবেন। খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মিজান এমপি রবিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।